মধ্যরাতে পাখি ডাকে কেন ?
মধ্যরাতে পাখি ডাকার দুটো কারণ
১. প্রাকৃতিক কারণ
নিশাচর পাখি রাতে যত কর্মকাণ্ড করে ৷ নিশাচর শিকারী পাখি যেমন পেঁচা কু কু শব্দ করে ডাকে এবং শিকার করে ৷ অন্যান্য নিশাচর পাখি মিলনের জন্য সঙ্গীকে আকৃষ্ট করতে রাতেই ডাকে ৷ যেমন বাজ কোকিল ৷
২. মানবসৃষ্ট কারণ
মানুষের কর্মকাণ্ড পাখিদের উপরেও প্রভাব ফেলে ৷ অপ্রয়োজনীয়ভাবে বিপুল পরিমাণ আতশবাজি ফাটানো, মোবাইল টাওয়ার এসব নগরাঞ্চলের পাখিদের জন্য হুমকিস্বরূপ ৷ এছাড়া দিনের বেলায় শহরে প্রচুর কোলাহল থাকে, রাস্তায় শত শত গাড়ি হর্ন বাজায় ৷ এই এত শব্দের কারণে পুরুষ পাখি সঙ্গীকে আকৃষ্ট করতে যদি দিনে ডাকে তাহলে স্ত্রী পাখির কানে পৌঁছানো মুশকিল ৷ মধ্যরাতে নগর তুলনামূলক শান্ত থাকে ৷ তাই তারা দিনের বদলে রাতে ডাকতে অভ্যস্ত হয়ে পড়ছে ৷
- রাশিক আজমাঈন