পতঙ্গের ক্যাটারপিলার লার্ভার মতাে লুপ বা ফাঁস গঠন করে Hydra- র চলনকে লুপিং বা হামাগুড়ি বলে।
এ পদ্ধতির শুরুতে Hydra দেহকে উলম্বভাবে উপরের দিকে সর্বোচ্চ প্রসারিত করে এবং গতিপথের দিকে দেহকে বাঁকিয়ে কর্ষিকা দ্বারা চলনতলকে আঁকড়ে ধরে। এতে একটি ফাঁস বা লুপ (loop) গঠিত হয়। কর্ষিকায় বিদ্যমান গুটিন্যান্ট নেমাটোসিস্ট চলনতলকে আঁকড়ে ধরতে সহায়তা করে। এরপর পদচাকতিকে মুক্ত করে হেঁচড়িয়ে নিয়ে মুখের কাছাকাছি এনে স্থাপন করে এবং কর্ষিকাগুলাে বিমুক্ত হয়ে দাঁড়ায়।
এভাবে একই পদ্ধতির পুনরাবৃত্তি ঘটিয়ে Hydra লম্বা দূরত্ব অতিক্রম করে।
এটাই হাইড্রার লুপিং চলন নামে পরিচিত।