Cnidaria পর্বের প্রাণীদের এপিডার্মিস ও গ্যাস্ট্রোডার্মিসের মাঝখানে জেলির মতাে আঠালাে, স্থিতিস্থাপক, পাতলা, বর্ণহীন এবং উভয় কোষস্তর নিঃসৃত অকোষীয় স্তরটির নাম মেসােগ্লিয়া।
Hydra -এর মেসােগ্লিয়া প্রায় ০.১ মাইক্রোমিটার পুরু। এতে স্নায়ুতন্ত্র আড়াআড়িভাবে অবস্থান করে।
মেসােগ্লিয়া এপিডার্মিস ও গ্যাস্ট্রোডার্মিসের কোষগুলাে ভিত্তিতল হিসেবে কাজ করে। এর স্থিতিস্থাপকতা প্রাণীর কর্ষিকা এবং দেহের সংকোচন ও প্রসারণে সহায়তা করে । এটি প্রাণীর দৈহিক কাঠামাে গঠন করে।