ন্যূনতম ধকল সহিষ্ণু শল্যচিকিৎসা পদ্ধতিটি হলাে ক্রায়ােসার্জারি। ক্রায়ােসার্জারি হচ্ছে এক প্রকার চিকিৎসা পদ্ধতি যার মাধ্যমে অত্যাধিক শীতল তাপমাত্রা প্রয়ােগ করে ত্বকের অস্বাভাবিক এবং রোগাক্রান্ত টিস্যু ধ্বংস করা হয়।
ক্রায়ােসার্জারি কৌশল প্রয়ােগ করে চিকিৎসা করাকে ক্রায়ােথেরাপি বলে। ক্রায়োথেরাপিতে টিউমার টিস্যুর তাপমাত্রা ১২ সেকেন্ডের ভিতরে কমিয়ে -১২০°~-১৬৫° সে. তাপমাত্রায় নিয়ে আসা হয়। এই সময় ক্রায়ােপ্রােব বা একটি সুচের প্রান্ত দ্বারা টিউমার টিস্যুর ভিতরে খুব দ্রুত আর্গন গ্যাসের নিঃসরণ করানাে হয়। তাপমাত্রার অত্যাধিক হ্রাসের ফলে কোষের পানি জমাটবদ্ধ হয়ে ঐ টিস্যুর আটকা পড়ে গেলে এতে রক্ত ও অক্সিজেন পরিবহন সম্ভব নয়। এর ফলে জমাটবদ্ধ অবস্থায় টিউমার টিস্যুটির ক্ষয় সাধিত হয়। আবার ক্রামােপ্রােব বা সুচের প্রান্তে দিয়ে টিউমার টিস্যুটির ভিতরে হিলিয়াম গ্যাস নিঃসরণের মাধ্যমে টিস্যুটির তাপমাত্রা ২০°-৪০° সে. এ উঠানাে হয়। তখন জমাটবদ্ধ টিউমার টিস্যুটির বরফ গলে যায়, এবং টিস্যুটি ধ্বংস হয়ে যায়।