ব্যাঙকে উভচর প্রাণী বলা হয় । কারণ এটি জীবনের কিছু নিদিষ্ট সময় ডাঙায় ও কিছু নিদিষ্ট সময় পানিতে বাস করে । যেমন- ব্যাঙাচি অবস্থায় এরা পানিতে বাস করে এবং ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায় আবার পরিণত অবস্থায় ডাঙায় বাস করে এবং ফুসফুসের সাহায্যে শ্বাসকার্য চালায় । এজন্য এদের উভচর প্রাণী বলা হয় ।