হাইড্রাকে দ্বিস্তরী প্রাণী বলা হয়। কারণ জন্মাবস্থায় হাইড্রার দেহপ্রাচীরের কোষগুলাে কেবল এক্টোডার্ম ও এন্ডােডার্ম নামক দুটি নির্দিষ্ট স্তরে বিন্যস্ত থাকে। পূর্ণাঙ্গ প্রাণীতে স্তর দুটি যথাক্রমে এপিডার্মিস ও গ্যাস্ট্রোডার্মিস এ পরিণত হয়। এ দুই স্তরের মাঝখানে মেসােগ্লিয়া নামক অকোষীয় ও জেলীর মতাে একটি স্তর থাকে। তাই হাইড্রাকে দ্বিস্তরী প্রাণী বলে।