তেজষ্ক্রিয়তার ফলে ডিএনএ তে থাকা জিন গুলো নষ্ট হয়ে যায়। যার ফলে সঠিক নির্দেশনা হারিয়ে কোষগুলো অনিয়ত্রিত বিভাজন শুরু করে এবং টিউমার সৃষ্টি হয়। মস্তিষ্কের ক্ষেত্রেও জিনগুলো ক্ষতিগ্রস্থ হয় এবং নিউরন সমূহ ও মস্তিষ্কের কোষগুলোও অনিয়ত্রিত আচরণ শুরু করে।