গোবর দিয়ে বানানো চিপ রেডিয়েশন কমাবে এই তথ্যটা ভুল বা ভুয়া।
Yasin Ahmed-
সেন্টার ফর টেকনোলজি ডেভলপমেন্টের পরিচালক ডঃ রঘুনন্দন বলেছেন, এই গোবর-ভিত্তিক চিপের কাজ করার সম্ভাবনা একেবারে শূন্য।
এই প্রথমবার গোবর-জাত চিপ ব্যবহারের দাবি উঠেছে- এমন নয়। বছর দুয়েক আগে একবার এই ধরণের প্রস্তাব দিয়েছিলেন কলকাতা গো-সেবা পরিবারের আধিকারিক সুনীল খেরওয়ালে। সেই সময় সুনীল বলেছিলেন, গোবর দিয়ে তৈরি বিশেষ ধরনের 'চিপ' যা মোবাইলের পেছনে লাগিয়ে নিলেই মোবাইল ফোনের টাওয়ারের রেডিও ফ্রিকোয়েন্সি রেডিয়েশন থেকে মুক্তি মিলবে।