Science bee
ইয়ার লোব বা কানের লতি মাথার প্রতিনিধিত্ব করে,পা কানের শীর্ষ এবং শরীর মধ্যখানের।কানের বাইরের প্রান্তটি (Helix curve) গর্ভের সাথে উলটানো অবস্থায় থাকা শিশুর সাথে মিলে যায়।
এটি খুবই আকর্ষণীয় যে সবার প্রথম কানের ছিদ্র করার যায়গাটি লোবের ঠিক মাঝখানে থাকে।ভ্রূণের মাথাটি(ইয়ার লোব)বিদ্ধ করা হয়েছিলো কারণ এটি 'তৃতীয় নেত্র' র প্রতিনিধিত্ব করে।
প্রাচীনকালে যখন আমাদের পূর্বপুরুষেরা প্রকৃতির সাথে মিশে থাকতেন তখন তাঁদের কোনো অঙ্গের শক্তি কমে গেলে তাঁরা স্বর্ণের কানের দুল ব্যবহার করতেন এবং 'তৃতীয় নেত্র' বিদ্ধ করতেন উদ্দীপনার জন্য।
এবং কোনো অঙ্গ অতিরিক্ত কর্মক্ষম হয়ে গেলে রূপার কানের দুল ব্যবহার করতেন।
ভেষজ চিকিৎসার ক্ষেত্রে রত্নপাথর ব্যবহার করা হতো।
নারীদেহের ঋতুচক্র নিয়ন্ত্রণে রাখতে এবং উর্বরতা বৃদ্ধির জন্য রুবি ব্যবহার করা হতো।এবং এর উপকারিতা স্বর্ণ বা রূপার মাধ্যমে প্রেরণ করা হতো।