উইলিযাম র‌ন্টগেন ক্যাথোড রে টিউব নিয়ে পরীক্ষা করতে গিয়ে দেখেন যে পশে রাখা fluorescent screen উজ্জ্বল হয়ে উঠছে যখন ক্যাথোড টিউব চালানো হচ্ছে। তিনি লক্ষ্য করলেন রশ্মিকে বাধা দেওয়ার চেষ্টা করলেও তার কোনো প্রভাব পড়ছে না। উনি ওনার হাত দুটির মাঝ খানে রাখলেন এবং দেখলেন যে পর্দায় ওনার হাতের কঙ্কাল এর চিত্র ফুটে উঠলো। তিনি এবার ফটোগ্রাফিক প্লেট রাখলেন এবং প্রথম এক্স-রে ছবি তুললেন। সর্ব প্রথম নোবেল পুরস্কার তিনিই পান এর জন্য।