কামড়ের মাধ্যমে মানবদেহ থেকে HIV নিলেও মশকীর পরিপাকনালিতে সেই ভাইরাস হজম হয়ে যায়। কারণ HIV এর বাহ্যিক আবরণে প্রোটিন আছে। মশকীর পরিপাকনালীতে এই প্রোটিন পরিপাকের এনজাইম আছে।
তাই মশকী HIV ছড়ায় না।
HIV শুধু মশকীর পরিপাকনালীতেই পরিপাক হয় না। মানুষের পরিপাকনালীতেও পরিপাক হয়ে যায়। তাই একগ্লাস HIV সমৃদ্ধ রক্ত মানুষ খেলেও HIV তে আক্রান্ত হবে না।
ব্লেডের মাধ্যমে কীভাবে ছড়ায়?
-আক্রান্ত মানুষের রক্ত যদি ব্লেডে মাখা থাকে সেটা স্বাভাবিক মানুষের শেভিং এর সময় ব্যবহার করলে... যদি স্বাভাবিক মানুষের ত্বক কেটে যায় তাহলে ভাইরাস স্বরাসরি স্বাভাবিক মানুষের রক্তনালী বা রক্তপ্রবাহে চলে যাবে। এক্ষেত্রে আক্রান্ত্র থেকে স্বাভাবিকে ছড়াতে পারে।
এই ভাইরাস রক্তে যেতে পারলেই সংক্রমণ ঘটায়। কারণ রক্তেই থাকে লিম্ফোসাইট।
তবে আক্রান্ত ব্যক্তির শেভিং এর ফলে রক্তমাখা ব্লেড যদি হাতে ধরা হয়, গায়ে মাখা হয় তবে HIV ছড়াবে না। ভাইরাসকে যেকোনোভাবে রক্তে যেতে হবে।
নোটঃ ব্লেডে ভাইরাস কীভাবে বেঁচে থাকে?
-ভাইরাস জীব নয়। সে স্রেফ রাসায়নিক পদার্থ যার DNA বা RNA থাকে। শরীরের বাইরে থাকলে সে নষ্ট হয় না। কোনোভাবে আমরা যদি তাকে রক্তে পাঠাই তবে তার ক্রিয়া শুরু হয়।
Rajib