Nishat Tasnim
কুকুরদের প্রকৃতিগতভাবেই রয়েছে প্রখর ঘ্রাণশক্তি। কুকুরের মস্তিষ্কের ক্যানাইন অংশটি মানুষের তুলনায় ৪০ গুণ বেশি শক্তিশালী যা তাদেরকে মানুষের তুলনায় বেশি ঘ্রাণ নিতে সাহায্য করে। কুকুরের নাকে আছে ৩০০ মিলিয়ম অলফেক্টরি রিসেপ্টর, আর মানুষের আছে মাত্র ৬ মিলিয়ন। কুকুরের Jacobsen’s বা vomeronasal নামক বিশেষ organ থাকে যার সাহায্যে তারা ঘ্রাণ নেয়। কুকুরদের বিভিন্ন প্রজাতির মধ্যে কয়েকটির রয়েছে অন্যদের তুলনায় অপেক্ষাকৃত বেশি ঘ্রাণশক্তি। এরকম প্রজাতির কুকুরদেরকেই মূলত স্নিফার কুকুর বলা হয়। কুকুররা তাদের নাকের nostril গুলো ঘুরাতে পারে। এই nostril তাদেরকে যেকোনো গন্ধ কোথা থেকে আসছে তা বুঝতে সহায়তা করে।