ত্বকের মতো নখেও ছত্রাক বা ফাঙ্গাস আক্রমণ করতে পারে। সাধারণ ভাষায় অনেকে বলেন নখ মরে যাচ্ছে বা নখ উঠে যাচ্ছে। ছত্রাক আক্রমণ করলে নখের রং পরিবর্তিত হয়। প্রথমে সাদা ও পরে কালো হয়ে যায়। নখ মোটা ও পুরু হয়ে যায় এবং তারপর সহজে ভেঙে যেতে থাকে। নখের নিচের ত্বক নখ থেকে আলাদা হয়ে আসে।