এটি আমাদের একটি ভ্রান্ত ধারণা ,,,গরু বা মহিষ রঙিন রং দেখতে পায় না,,তারা সবকিছুই সাদা কালোতে দেখে,,,আপনি যখন গরু মহিষের লড়াই দেখেন,,,,,তখন খেয়াল করে দেখবেন যে তাদের সামনে লাল কাপড় নাচানো হয়,,,,মুলত কোন বস্তু জানোয়ারদের সামনে নাচানো হলে অত্যাধিক নাড়াচাড়া তাদের আকৃষ্ট করে এবং উত্তেজিত করে তাই গরু মহিষ আক্রমণ করে বসে,,,মূলত এখানে কাপড় নাড়াচাড়াটিই ভূমিকা রাখে,,,রং নয়।