নিশাত তাসনিম : গ্রীষ্মকালে মহিষকে পানি বা কাদায় গড়াগড়ি দিতে অনেকেই দেখেছি। গৃহপালিত প্রাণীদের তুলনায় মহিষের গরম বেশি। সৌর বিকিরণ, আদ্র আবহাওয়া ও সরাসরি সূর্যালোকের সংস্পর্শে মহিষ যন্ত্রনা অনুভব করে। দেহের কালো ত্বক এবং পাতলা লোমের স্তরের কারণে মহিষ অতিরিক্ত সৌর বিকিরণ শোষণ করে। মহিষের ঘামগ্রন্থীর গঠন ভিন্ন হওয়ায় বাষ্পীভবনের মাধ্যমে সহজে দেহ থেকে তাপ পরিহার করতে পারেনা। প্রচন্ড গরমে মহিষের অনেক সময় হিট স্ট্রেস হয়, ফলে খাবারে অনীহা দেখায়, প্রজনন কর্মক্ষমতা ও জৈবিক ক্রিয়ার ভারসাম্য নষ্ট হয়। দেহের তাপমাত্রা স্বাভাবিক রাখতে মহিষকে ছায়া যুক্ত স্থানে বিশ্রামে রাখতে হবে এবং প্রয়োজনে দেহে পানি ঢালতে হবে। মহিষের কালো রঙের ত্বক রক্তনালী সমৃদ্ধ হওয়ায় অন্যান্য গবাদিপশুর তুলনায় মহিষ ছায়ায় দ্রুত তাপ পরিহার করে।
রেফারেন্স ঃ Buffalo's biological functions as affected by heat stress — A review - ScienceDirect