রাসায়নিক সংকেতের দ্বারা মস্তিষ্কে তথা স্নায়ুর চাপের প্রতিক্রিয়া দ্বারা প্রভাব বিস্তার করে থাকে। মাদক ও নেশাদ্রব্য স্নায়ুতে প্রভাব বিস্তার করে বিধায় দূর্বল মানসিকতার ব্যক্তিরা কোপিং মেকানিজম হিসাবে ও অন্যান্য কারণে ইত্যাদির প্রতি আসক্ত হয় যাকে অনেক ক্ষেত্রে মনস্তাত্ত্বিকতার আলোকে আসক্তি (addiction) এবং পরনির্ভরশীল মানসিকতার বিকার বা Co-dependent Personality Disorder হিসেবে আখ্যায়িত করা হয়। মাদকের প্রভাবে অভ্যস্ততা তৈরী হবার পর প্রভাব কমতে থাকে তবে মাদকসেবি বা নেশাগ্রস্থ ব্যক্তি পূর্ব থেকেই দুর্বলচিত্ত হবার দরুন এতে আসক্ত হয়ে যাবার পর লাভ না পেলেও এবং নিশ্চিত ক্ষতি জেনেও আর ছাড়তে অক্ষম হয়ে পড়ে।