সিগারেট খেলে আমরা দেখি বেশীরভাগ লোকের ঠোঁট কালো হয়ে যায়। এর কারণ কি?
সিগারেট বর্তমান জেনারেশনের জন্য একটা স্টাইল। যারা সিগারেট খায় না তাদেরকে অনেকে আনকালচার, বেকডেটেড বলে থাকে। তবে আবার সিগারেট খেতে খেতে ঠোঁট কালো করে ফেললেও কিন্তু বিপদ। দেখা যাচ্ছে আপনার পুরো মুখমন্ডলের সাথে ঠোঁটকে বেমান লাগছে। অনেকের তো গার্লফ্রেন্ডও ভেগে যায়। মেয়েরা সাধারণত এই রকম ঠোঁটে কিস করতে দ্বিদাবোধ করে। তার উপর সমস্যা আছে পরিবারের কাছে সহজে ধরা খেয়ে যাওয়া। আপনি হয়ত লুকিয়ে সিগারেট খান, কিন্তু আপনার ঠোঁটের কালো আবরনের জন্য সকলে বুঝে যাবে আপনি সিগারেট খান। অনেকে এইটা নিয়ে সমস্যায় আছেন।
আসলে যারা সিগারেট খান তাদের কাছে সিগারেটের শেষ টানটার মত আর সুখ কিছুতে নাই। কিন্তু আপনার এই সুখটানই আপনার ঠোঁটের এই কালো দাগের জন্য দাযী। আমাদের শরীরের কিছু পাতলা আবরণ আছে । তারমধ্যে ঠোঁটের এই আবরনটা একটা। অত্যন্ত নরম হয় ঠোঁটের চামড়া। তাই যখন আপনি সিগারেটের শেষ পর্যন্ত টানেন দেখবেন আপনার ঠোঁটে তাপ অনুভব করছেন। এই তাপ আসলে আপনার ঠোঁটের উপর একটা প্রভাব ফেলে। আস্তে আস্তে পুড়ে ফেলে আপনার ঠোঁটের কোমল আবরণ। পুড়ে যেতে যেতে এক সময় এটি কালো হয়ে যায়।
ক্রেডিট: monthlykohinur