আচ্ছা, শিশুদের একটা জিনিস লক্ষ্য করেছেন নিশ্চয়ই, শিশুরা ভয়ংকর দর্শন মানুষ কিংবা রাক্ষস দেখলে ভয় পেয়ে থাকে, এসব নেতিবাচক চরিত্র থেকে দূরে থাকার চেষ্টা করে। কিন্তু বয়স হওয়ার সাথে সাথে এসব এর প্রতি আকর্ষণ তাদের বেড়ে যায়, কিন্তু কেন?! স্নায়ুবিজ্ঞানের তত্ত্ব হতে এটা প্রমাণিত যে নেতিবাচক উদ্দীপনার ক্ষেত্রে ব্রেইনে নিউরাল প্রসেসিং বেশি সক্রিয় হয়। ব্রেইন পটেনশিয়াল (ERPs) যেইগুলো সংবেদনশীলতা, কগনিটিভ কিংবা মোটর নিউরন এর মতো স্নায়বিক উদ্দীপনা নিয়ন্ত্রণ করে, সেগুলো নেগেটিভ স্টিমুলি বা নেতিবাচক ঘটনায় বেশি সক্রিয় হয়, সাইকোলজিস্ট John Cacioppo গবেষণা করেন পজিটিভ,নেগেটিভ ও নিউট্রাল ঘটনায় ব্রেনের কার্যক্ষমতা নিয়ে। সেখানে থেকে এটা দেখেন ব্রেনের কার্যক্ষমতা পজিটিভ কিংবা নিউট্রালের তুলনায় নেগেটিভ ইফেক্টে ব্রেন কাজ করে বেশি৷ এর একটি কারণ হতে পারে বিবর্তন। প্রাচীন কালে প্রকৃতির বিরুদ্ধে লড়াই করে বাঁচতে হতো মানুষদের। তাই প্রত্যেক ঘটনার নেতিবাচক দিক ভেবে সামনে এগিয়ে যাওয়া ও বাঁচার লড়াই করার এই দিকটাই পরবর্তী প্রজন্ম পেয়ে এসেছে। এখন নেগেটিভ ঘটনা গুলো কার মস্তিষ্কে কিরকম প্রভাব ফেলবে তা নির্ভর করে পারিপার্শ্বিক পরিবেশের উপর।
ক্রেডিট : মিথিলা ফারজানা মেলোডি