বাচ্চাদের স্বভাবজাত ভাবেই নতুন কিছুর প্রতি আগ্রহ থাকে। স্কুলকে বাচ্চাদের কাছে নতুন ভুবনের মতো মনে হয়। কিন্তু আফসোসের বিষয় এই যে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো এই আগ্রহকে ধরে রাখতে উৎসাহী নয়। ফলে বাচ্চারা স্কুলের একঘেয়েমিতে আস্তে আস্তে বিরক্ত হয় এবং উৎসাহ কমে যায়। পড়াশোনার চাপ আর শিক্ষা ব্যবস্থার ত্রূটির কারণে এই স্কুল এর উপর বিরক্তি বাড়তেই থাকে।