আমাদের ব্রেইন এ ডোপামিন নামক এক ধরনের রাসায়নিক পদার্থ রয়েছে- যা কিছু কিছু পরিস্থিতিতে আমাদের ভাল লাগার অনুভূতি জোগায়। মানুষ এবং মোবাইল এর সম্পর্কের ক্ষেত্রেও একই রকম ঘটে।
কিছু পরীক্ষায় উঠে এসেছে মোবাইল ফোন ব্যবহারের সময় সামাজিক যোগাযোগ মাধ্যম,ইউটিউব, মেসেজিং, ভিডিও গেমস এসব এ সবচেয়ে বেশি সময় কাটানো হয়।
অ্যাপ প্রোগ্রামাররা এখানে কিছু অনন্য ট্রিক্স অনুসরণ করে। যেমন: সামাজিক যোগাযোগ মাধ্যম এর লাইক-কমেন্ট আমরা অপ্রত্যাশিত প্যাটার্ন এ জানতে পারি (কোনো বাঁধাধরা নিয়ম এর বাইরে)। আবার, ভিডিও গেমস এর পরবর্তী লেভেল এ নতুন কিছু এক্সপ্লোর এর সম্ভাবনা থাকে। মানব মস্তিষ্ক সবসময়ই অপ্রত্যাশিত জিনিস এ কৌতূহলী থাকে। মূলত এ কৌতূহল মেটানোর জন্যই আমাদের ব্রেইন আমাদের সর্বদা তাড়না দিতে থাকে।
যদি প্রথম পর্যায়ে ফোন এর কোনো এপ্স এর কারণে আমাদের ভাল লাগার অনুভূতি তৈরি হয় ( বা, ডোপামিন নিঃসরণ হয়), তবে পরবর্তীতে ওই এপ্স ই বারবার ডোপামিন নিঃসরণকে স্টিমুলেট করে- যার কারণে প্রত্যেকবারই আমাদের মধ্যে ভাল-লাগা কাজ করে এবং বারবার আমরা ফোনেই ফিরে আসি।