চাঁদ না থাকলে যা হতো :
চাঁদের অনুপস্থিতিতে আমরা আলোকোজ্জ্বল মনোমুগ্ধকর রাত থেকে বঞ্চিত হতাম। চাঁদের উপস্থিতি পৃথিবী গ্রহটাকে অধিষ্ঠিত করেছে এক অন্য মাত্রায়। চাঁদ না থাকলে থাকতো না কোন জোয়ার-ভাটা, এমনকি থাকতো না আমাদের পরিচিত ২৪ ঘণ্টায় দিন। রাতের আবর্তন! ৬ ঘণ্টায়ই আমাদের দৈনন্দিন কাজকর্ম সারতে হত!পৃথিবী সূর্যের চারিদিকে প্রায় ৩৬৫ দিনে এক বার প্রদক্ষিন করে।এই সময়কেই আমরা বছর হিসেবে ধরে থাকি।পৃথিবীর এই ঘূর্ণন বা অবস্থান পরিবর্তনের সময় পৃথিবীতে চাঁদের অভিকর্ষও কাজ করে।ফলে পৃথিবীকে নিজের সঙ্গে সঙ্গে চাঁদের অভিকর্ষও বহন করে প্রদক্ষিন করতে হয়।যে কারণে পৃথিবীর প্রদক্ষিনের সময়ও বেড়ে যায়।যদি চাঁদ না থাকত তবে পৃথিবীর ঘূর্ননের হার তথা প্রদক্ষিনের সময় কমে আসত।ফলে পরিবর্তিত হত পৃথিবীর সময়। দিনের স্থায়ীত্ব হত ৬ থেকে ৭ ঘন্টা এবং রাতগুলো দীর্ঘ হত।এ কারণে মানুষের কাজ করার সময় ও কমে আসত। তাছাড়াও কমে আসত এক বছরের স্থায়ীত্ব। আমরা দেখতে পেতাম না সূর্যগ্রহণ। যার ফল হত সৌরজগত সম্বন্ধে আমরা যতদূর জানি সেটিও হয়ে পড়ত ধোঁয়াশার চাদরে ঢাকা।