MD Anamul Hasan -
যখন কোন মোবাইল 100% চার্জ হয়ে যায় তখন একটা বিশেষ চিপ এর মাধ্যমে সেটাকে আটকে রাখা হয় যেন ব্যাটারীতে চার্জ প্রবেশ না করতে পারে, এবং এটা যত বেশি সময় ধরে চার্জিং আটকে রাখবে আস্তে আস্তে সেটা তত ডেমেজ হতে থাকবে।
দীর্ঘদিন যাবত এটা করার ফলে এক সময় সেই চিপ টা নষ্ট হয়ে যাবে।
তখন মোবাইলে চার্জিং সংক্রান্ত বিভিন্ন সমস্যা দেখা দিবে।
যদিও এটা একটা দীর্ঘ সময়ের ব্যাপার তবুও ফোনের কিছু ক্ষতি তো হবেই।