Graphics card আসলে এমন একটি কম্পিউটার হার্ডওয়্যার, যেটাকে display card, video card, display adapter, GPU বা graphics adapter বলেও বলা যেতে পারে।
এই কম্পিউটার হার্ডওয়্যার (computer hardware) নিজের চাহিদা হিসেবে আমরা আলাদা করে নিজের কম্পিউটারের মাদার বোর্ডে (motherboard) ও ল্যাপটপে সংযোগ করতে পারি।
উদাহরণ স্বরূপে, যেভাবে একটি RAM বা Hard drive কম্পিউটারে লাগানো যেতে পারে, ঠিক সেভাবেই।
আসলে, এই video card বা GPU (graphics processing unit) গুলি ব্যবহার করা হয়, আপনার মনিটরে (monitor) যেকোনো high quality ছবি (images), video বা games অধিক স্পষ্ট ভাবে কোনো বাধা ছাড়া দেখার ও খেলার জন্য।
সোজা ভাবে বললে, video card বা GPU এমন এক হার্ডওয়্যার, যার কাজ হলো, আপনার মনিটর স্ক্রিনে সব রকমের visual output দেয়া।
এবং, যতটা ভালো গ্রাফিক্স কার্ড আপনি ব্যবহার করবেন, আপনার কম্পিউটারের visual output display ততটাই স্পষ্ট এবং high quality র হবে।
তাই, যদি আপনার কম্পিউটারে একটি ভালো GPU (graphics processing unit) না থাকে, তাহলে হয়তো high resolution images, videos বা আধুনিক computer games আপনার কম্পিউটারে চলাতে অনেক অসুবিধে হতে পারে।
তথ্যসূত্রঃ এসো আয় করি