প্রতিটি ডিভাইসেই স্থায়ী ধারণক্ষমতা থাকে। অনেক ডিভাইসে আবার বাড়তি তথ্য রাখার সুবিধা দিতে ব্যবহার হয় মেমোরি কার্ড। এই মেমোরি কার্ড হচ্ছে এক ধরনের সেমিকন্ডাক্টরভিত্তিক প্রযুক্তিপণ্য। সেকেন্ডারি মেমোরি। মোবাইল ফোন, ট্যাবলেট কম্পিউটার, ক্যামেরা, টেলিভিশন, মিডিয়া প্লেয়ার ইত্যাদিতে মেমোরি কার্ড ব্যবহার করা যায়।মেমোরি কার্ডের মধ্যে এসডি কার্ডের প্রকারভেদ কম, সহজলভ্যও। বাজারে তিন ধরনের এসডি কার্ড আছে—সাধারণ এসডি, মিনি ও মাইক্রো। এগুলোর মধ্যে ‘মাইক্রো এসডি’ আকারে সবচেয়ে ছোট। এই কার্ডের সঙ্গে অ্যাডাপ্টার ব্যবহার করে মাইক্রো ও মিনি এসডি কার্ডও ব্যবহার করা যায়। অর্থাৎ কোনো ডিভাইসে যদি শুধু এসডি কার্ডের স্লট থাকে অ্যাডাপ্টার ব্যবহার করে তাতে মাইক্রো ও মিনি এসডি কার্ড চালানো যাবে।
এসডির পাশাপাশি বাজারে এমএসডি, এসডিএইচএস কিংবা এসডিএক্সসি—এই তিন ধরনের কার্ডও পাওয়া যায়। তবে এগুলোর ব্যবহার তুলনামূলক অনেক কম।