বঙ্গোপসাগরের ওপার বলতে কিছুই নেই।এটা একটা উপসাগর । ভারত মহাসাগরের অংশও বলা যায়। বঙ্গোপসাগর বাংলাদেশের দক্ষিণ থেকে গিয়ে ভারত মহাসাগরে মিলিত হয়েছে।কাজেই এর কোনো নির্দিষ্ট 'ওপার' নেই।এর উত্তর ,উত্তর-পূর্ব আর উত্তর পশ্চিম দিকে আছে যথাক্রমে বাংলাদেশ, মায়ানমার ও ভারত। দক্ষিণে কোনো পার নেই।ভারত মহাসাগরে মিলে গেছে।