বাসের মধ্যে ওয়াইফাই সিস্টেমটা মুলত পকেট রাউটারের মাধ্যমে চলে।
পকেট রাউটার কি?
(১) পকেট রাউটার হলো ওয়াইফাই রাউটার এর মতো একটি যন্ত্র, যার সাহায্যে আপনি এর নেটওর্য়াক এর আওতাভুক্ত হয়ে চালাতে পারবেন। নেটওর্য়াক টা আসলে কি এক্ষেত্রে নেটওর্য়াক তা হলো সিম অপারেটরদের প্রদত্ত নেটওর্য়াক অথাৎ তাদের এলাকা বর্হিভূত তা কাজ করবে না। যেমন ওয়াইফাই রাউটার তার নিদিষ্ট এলাকা পর্যন্ত কাজ করে ঠিক তেমনই।
(২) পকেট ওয়াইফাই কিছুটা মডেমের মতই কাজ করে থাকে। কিন্তু মডেমে ইনপুট করে ইন্টারনেট চালাতে হয় আর পকেট ওয়াইফাইয়ে ওয়াইফাই কানেক্ট করে চালানো যায়।
©বিজয়ের আলো