Warman Hasbi-
বিশ্বব্যাপী সাধারণত যে ধরণের রাউটার ব্যবহৃত হয় এগুলো ২ থেকে ২০ ওয়াট এর মধ্যে হয়ে থাকে, তবে এভারেজে ধরা হয় তা ৬ ওয়াট বিদ্যুৎ খরচ করে প্রতি ঘন্টায়। এক্ষেত্রে বিশ্বব্যাপী রাউটারের গড় বিদ্যুৎ খরচ ৭৯-৮০ টাকা প্রতি মাসে।
আমাদের দেশে দুটি কম্পানীর রাউটার বহুল ব্যবহৃত Tenda,Tp-Link এই রাউটার গুলো প্রতি ঘন্টায় ৫.৪ ওয়াট বিদ্যুৎ খরচ করে, বাংলাদেশে গড়ে প্রতি ঘন্টায় এক কিলো-ওয়াট বিদ্যুৎ খরচে বিল আসে ৫.৬১৪ টাকা, তাহলে একটি রাউটারের ফলে আমাদের দেশের ক্ষেত্রে প্রতি মাসে প্রায় ২২ টাকার কাছাকাছি বিল আসে।
আমাদের দেশের হিসাবেঃ
প্রতি ঘন্টায় রাউটারের বিদ্যুৎ খরচ 5.4W/h = 0.0054KW/h
গড় বিদ্যুৎ বিল Kw/h=5.614 ৳
প্রতি ঘন্টায় রাউটার বিল= 0.0303156 ৳
দিনে 0.7275744 ৳
মাসে 21.827 ৳