**প্রথমে পড়ায় মনোযোগ বসানোর চেষ্টা করবেন-
১.পরীক্ষায় ভালো নম্বরের জন্য নয়, নতুন কিছু শিখা এবং শেখার আনন্দে পড়বেন।
২.একটা লক্ষ্য নির্ধারণ করে নিবেন এতে পড়ার তাগিদ থাকবে সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য।কিন্তু লক্ষ্যটা বড়+আপনার পছন্দমতো+আপনার জন্য উপযোগী হলে বেশি ভালো হবে।
৩.মোবাইল ফোন, টিভি ইত্যাদি বিভিন্ন ডিভাইস যা আপনার মনোযোগ দিতে বাধা সৃষ্টি করবে এগুলো সরিয়ে রাখবেন।
৪.একটানা বসে পড়লে একটু বিরক্তবোধ হতে পারে তাই মাঝে মাঝে বিরতি নিতে পারেন।আর পানি বা কিছু খাবার সঙ্গে নিয়ে বসুন।
৫.পড়ার পর সেটা বুঝেছেন কিনা ওইটা টেস্ট করে দেখেন।পারলে আরেকজনকে বা আয়নার সামনে গিয়ে বা মনে মনে বুঝানোর চেষ্টা করেন।যদি ভালো বুঝাতে সক্ষম হন তাহলে পড়ার মনোযোগটা বেড়ে যাবে।
** ১৭ ঘন্টা কম সময় না তাই এমন ভাবে বসবেন যাতে কোনো অসুবিধা না হয়।
**প্রথমে যে বইগুলো পড়তে ভালো লাগে সেগুলো আগে পড়ে নিবেন।অঙ্ক করা বা লেখালেখির কাজ শেষের জন্য রেখে দিবেন।লিখতে টায়ার্ড হয়ে গেলে কিছুক্ষনের মধ্যে মনোযোগ চলে যাবে।
**নির্জনে পড়বেন।
**প্রশ্ন আসলে মনে সেটা নিয়ে ভাবার চেষ্টা করেন এবং এর উত্তর বের করার চেষ্টা করবেন।
সবার শেষে একটা কথায় বলি দিনে ১৭ ঘন্টা সত্যি পড়ার দরকার পড়ে না একজনকে সে যদি বুঝে পড়ে।তাই বুঝে পড়ার চেষ্টা করেন,মুখস্থ না করে পারলে ইউটিউবে এনিমেশন বা এমনিতেই ক্লাস করতে পারেন সুবিধা হবে ১৭ ঘন্টার পড়া এর চেয়ে কম সময়ে পড়ে শেষ করতে পারবেন।