Mobin Sikder-
আপনি যেকোন সময় ঘুমাতে পারেন, এবং আপনি অভ্যাস করে ঠিক করে নিতে পারেন আপনার ক্লক, সমস্যা নেই।
সমস্যা অন্য জায়গায়, রাতে বেসিক্যালি আমরা জেগে অযথা সময় নষ্ট করি, মোবাইলের ক্ষতি তো আছেই।
সকাল বেলা আপনি ঠিকমতো উঠতে পারবেন না, সকাল ৬ টায় উঠার যে আনন্দ সেটা ১২ টা উঠে পাবেন না, একটু পড়েই দিন শেষ।
তারপর আপনার স্কুল, কলেজ অথবা চাকরি ক্ষেত্র রাতে হয়না, দিনে হয়। তাহলে ক্লক টা সেভাবেই সেট করুন যেন আপনার সময় অপচয় না হয়, মাইন্ড ফ্রেশ থাকে, শরীর ভাল থাকে৷