বেশ কয়েকভাবেই বিষয়টির উত্তর দেওয়া যেতে পারে।
উত্তরটি আমার সবচেয়ে পছন্দের বইগুলোর একটি " অঙ্ক ভাইয়ার " আলোকে দেয়ার চেষ্টা করছি।
প্রথমে চিন্তা করুন, ১০ কে আপনি ৫ দিয়ে ভাগ করছেন। এর দ্বারা কি বুঝলেন? আপনি যদি এটি ভেবে থাকেন আপনি ১০ কে ৫ ভাগে ভাগ করবেন তাহলে আসে ২। মানে ১০ কে যদি আপনি ৫ টি ভাগে ভাগ করতে চান তাহলে প্রত্যেক ভাগে ২ করে পড়বে। তার মানে আপনি যদি ৪ কে ২ দিয়ে ভাগ দেন তার মানে ৪ কে আপনি ২ ভাগে ভাগ করছেন। তাহলে মনে প্রশ্ন জাগবে, ১০ কে ০ দিয়ে ভাগ দেয়ার মানে তো ০ ভাগে ভাগ করা তার মানে তো ১০ ই হওয়ার কথা। কিংবা ১ কে ০ দিয়ে ভাগ দেয়ার মানে তো ০ ভাগে ভাগ করা মানে ১ হবে!
কিন্তু এবার চিন্তা করুন আপনি আপনার কাছে ১০ টি কলম আছে আপনি ঐ ১০ টি কলমকে ৫ জনের মধ্যে ভাগ করে দিলেন। তাহলে আমি যদি ঐ ৫ জনের যে কাউকে জিজ্ঞাসা করি যে সে কয়টি কলম পেয়েছে? তাহলে উত্তরে সে বলবে ২ টি।
এবার আপনি ০ জনের মধ্যে ভাগ করে দিলেন অর্থাৎ কাউকে দিলেন না। আর এর ফলে আমি কাকে জিজ্ঞাসা করব যে সে কয়টি পেয়েছে !
অর্থাৎ এখানে আমি জানাতে পারছি না উত্তর যে, আসলে প্রত্যেকে কয়টি করে পেয়েছে। আর এর দরুন আমাকে বলতে হয় আমি জানি না যে প্রত্যেকে কয়টি করে পেয়েছে। আর এই না জানাকেই বলতে পারেন অসজ্ঞায়িত। ঠিক একইভাবে ১/০ হচ্ছে অসজ্ঞায়িত।