Yasin Ahmed -
এটা আসলে একটা বৃহৎ মহাকাশযান।এটা আসলে সেই জায়গা যেখানে পৃথিবীর বেশ কয়েকজন মহাকাশচারী বাস করে (অস্থায়ীভাবে) :-P।এটাকে একটা সায়েন্স ল্যাবও বলা যায়।পৃথিবীর অনেকগুলো দেশ সম্মিলিতভাবে এটা তৈরিতে কাজ করেছে।এটা অনেকগুল অংশ নিয়ে তৈরি।এটা পৃথিবী পৃষ্ঠ থেকে ২২০ মাইল উপরে অবস্থিত।আসলে এটা অনেক কাজেই ব্যবহার করা হয়।কিন্তু এটা মুলত কি কাজে ব্যবহার করা হয় সেটা সম্পর্কে নাসা যা বলে তা হল, " NASA uses the station to learn about living and working in space " অর্থাৎ এটা নাসার দরকার হয় স্পেস বা মহাকাশ সম্পর্কে জানতে এবং মহাকাশে বসবাস করা বা কাজ করা সম্পর্কে গবেষণা করতে।স্পেস স্টেশন সারাক্ষনই পৃথিবীকে বিভিন্ন দিক থেকে প্রদক্ষিন করতে থাকে।
এটার ভেতরে কি কাজকর্ম হয় ?
এটা স্পেসে মানুষের একটা বাসার মত ;-)।কি নেই এতে, ল্যাব, লাইফ সাপোর্ট সিস্টেম, ফায়ার কন্ট্রোল সিস্টেম এবং গৃহস্থালির খুঁটিনাটি সব আছে এতে।২০০০ সাল থেকে শুরু করে এখন পর্যন্ত কেউ না কেউ সেখানে বসবাস করছে।এখানে অনেক ইম্পরট্যান্ট পার্ট হল সায়েন্স ল্যাব,যেখানে দলের লোকজন গবেষণা করেন 8-)।আসলে সেখানে ওই গবেষণাগুল করা হয় যেটা এই পৃথিবীর মাটি তে বসে করা সম্ভব না।এছাড়া তাদের অন্যতম একটা কাজ হল এটা দেখা যে, মানুষের কি অবস্থা হবে যখন তারা স্পেসে বসবাস করবে।এছাড়া তারা অনেক উপর থেকে পৃথিবীকেও পর্যবেক্ষণ করে।
ISS আপনি কিভাবে দেখবেন ?
এবার আসি আসল বিষয়ে :-P।স্পেস স্টেশন পৃথিবীকে প্রতিদিন প্রদক্ষিন করে,ঠিক চাঁদ এর মত।এটার পৃথিবীকে আবর্তন করার গতি কিন্তু অনেক বেশি, প্রায় ২৮০০০ কিলোমিটার/ঘণ্টা 8-)। তাই এটা অসম্ভব না যে কিছুক্ষন আগে আপনার মাথার উপর থেকে এটা উড়ে গেছে কিন্তু আপনি বোঝেন নি বা দেখেন নি।কিন্তু এটা ঠিক কখন আপনার মাথার উপর দিয়ে উড়ে যাবে সেটা যদি আপনি জানতে পারতেন তাহলে হয়ত আপনি দেখতে পেতেন।এইজন্যই NASA র একটা সার্ভিস আছে যার নাম Spot The Station।এখানে আপনাকে আগে থেকেই জানিয়ে দেয়া হবে যে,ঠিক কখন ISS আপনার শহরের উপর থেকে উড়ে যাবে।এখানে আপনাকে এটাও বলে দেয়া হবে যে,কতক্ষন ধরে স্পেস স্টেশনকে আপনি আকাশে দেখতে পারবেন এবং ঠিক কন অ্যাঙ্গেলে দাঁড়ালে আপনি এটা ভালভাবে দেখতে পাবেন।হুম,ঠিক ধরছেন।এটা আপনি খালি চোখেই ভালভাবে দেখতে পারবেন,কোন দূরবীন বা টেলিস্কোপ দরকার নেই।এটা দিনের আলোতে ভালভাবে দেখা না গেলেও রাতের আকাশে বেশ ভালভাবেই দেখা যাবে। এটা দেখতে অনেকটা খুব দ্রুতগতিতে চলা এরোপ্লেন বা স্টার এর মত।
© techtunes