এটাকে বলে কসমিক বা গ্যালাক্টিক ভয়েড। মহাবিশ্বে গ্যালাক্সিগুলো বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে নেই। বেশ কিছু গ্যালাক্সি মিলে গ্রুপ, বেশ কিছু গ্রুপ মিলে ক্লাস্টার, বেশ কিছু ক্লাস্টার মিলে সুপার-ক্লাস্টার, আবার বেশকিছু সুপার ক্লাস্টার মিলে একেকটি গ্যালাক্টিক ওয়াল৷ গ্যালাক্টিক ওয়ালগুলো আবার একটি আরেকটির সাথে সংযুক্ত। ঠিক হুবহু আমাদের মস্তিষ্কের নিউরনের গঠনের মতো। আর এসব গ্যালাক্টিক ওয়ালগুলোর মধ্যবর্তী স্হান বিশাল ফাঁকা। তবে পুরোপুরি ফাঁকা নয়। এ ফাঁকাস্হান জুড়ে কয়েক বিলিয়ন আলোকবর্ষ স্হানজুড়ে মাত্র কয়েকটি গ্যালাক্সির অবস্হান। এসব বিশাল ফাঁকা স্হানদেরই ভয়েড বলা হয়। উদাহরণস্বরুপ, আমাদের নিকটতম অ্যান্ড্রোমিডা গ্যালাক্সি মোটামুটি ২৫ লক্ষ আলোকবর্ষ দুরে অবস্হিত। সেখানে ভয়েডঃস্হিত একটি গ্যালাক্সি থেকে আরেক গ্যালাক্সির দুরত্ব হয়তো ১০ বা ২০ লক্ষ বা ৫০ লক্ষ আলোকবর্ষেরও অধিক।