Maruf Hasan Shishir-
বঙ্গবন্ধু-১ হলো জেওস্টেশনারি সেটেলাইট। ষ্টেশনারী মানে যাকে স্থির মনে হয়। এই স্যাটেলাইট গুলোর টাইম পিরিয়ড মানে পৃথিবীকে একবার প্রদক্ষিন করার সময় কাল ২৪ ঘণ্টা। এবং খেয়াল করলে দেখবেন পৃথিবীও নিজ অক্ষে ২৪ ঘন্টায় একবার ঘোরে। আমাদের মাথার উপর স্যাটেলাইট স্থির হয়ে আছে মানে আসলে স্থির নেই। ওটা আমাদের সাপেক্ষে রিলেটিভ্লি স্থির। কারন আমরাও ২৪ ঘণ্টায় একবার ঘুরতেছি ওটাও আমাদের সাথে ২৪ ঘণ্টায় পৃথিবীকে একবার প্রদক্ষিন করছে। তাই আমরা এবং স্যাটেলাইট এই ২ টার একে অপরের আপেক্ষিক বেগ ০। আর আই এস এস এর টাইম পিরিয়ড ৯২ মিনিট । মানে ৯২ মিনিট এ পৃথিবীকে প্রদক্ষিন করে একবার। তাই আমাদের সাপেক্ষে আই এস এস এর আপেক্ষিক গতি ০ নয় তাই আমরা তাকে গতিশীল দেখি।