জিএসএম GSM মানে হলো গ্রাম /স্কয়ার মিটার । সহজ করে বললে – এক স্কয়ার মিটার কাপড়ের ওজন যত গ্রাম সেটাই তার জিএসএম । ... একটি জিএসএম কাটার এক বার্গ মিটার কে ১০০ গুন ছোট করে কাটে মানে এর ক্ষেত্রফল হয় ১০x১০ বার্গ সিএম । তাই ওয়েট স্কেলে যদি শো করে ১.৬ গ্রাম এর মানে এর GSM হবে ১.৬ X ১০০ = ১৬০ গ্রাম ।