কাপড়ের দোকানের কাপড়ে অনেকসময় অনেক কোড দেখা যায় যেমন: ৩০৩৮ বা ABKD ইত্যাদি। এগুলো মূলত দোকানের দোকানদার দিয়ে থাকে। এটি তাদের পণ্যের ক্রয়মূল্যের হিসাব থাকে। মানে একটি পণ্যের দাম + পরিবহণ + আনুষঙ্গিক নানা খরচে একটি পণ্যের যতটাকা ক্রয়মূল্য হয় সেটি থাকে। এটি দোকানদার দেয় বিধায় এটি দোকানদার এবং ঐ দোকানের কর্মচারিগণ ছাড়া কেউ বুঝে না। কোনো দোকান ধরুন তার দাম এভাবে দেয় যে যতটাকায় কিনা হবে তার (৩ গুণ + ৫০ ) এটি কোড লিখবে। যেমন একটি কাপড়ের দাম ১০০০ টাকা। তারা লিখবে ৩০৫০। কর্মচারি তো জানে কীভাবে এই কোড দেওয়া হয়েছে। তাই সে এটিকে ক্যালকুলেশন করে বের করে ১০০০ টাকা। মানে ১০০০ টাকা এই পণ্যের মূল। তাকে এর চাইতে বেশি দামে বিক্রি করতে হবে। এবং দর কষাকষি করে ১০০০ এর বেশি কোনো দামে বিক্রি করে। এই হল এই কোডের কাজ। এটি ক্রেতা বুঝবে না কারণ একেক দোকানের এই কোড একেক প্যাটার্নে দেয় দোকানদার দেয়।
লিখা: হুজায়ফা আহমদ