আমরা হয়তো একটা ব্যাপার খেয়াল করে দেখেছি যে আমাদের বাসার মধ্যে যে ড্রেসিং টেবিল রয়েছে সেটার সাইজ আমাদের অর্ধেক হলেও একটু পেছনে দাঁড়ালে আমাদের সম্পূর্ণ প্রতিবিম্বই দেখতে পাই।
আবার আপনি ইউটিউবে যে ভিডিওটা দেখেছেন সেটার দিকেই একটু খেয়াল করুন। প্রথমে লোকটা আয়নার উপর একটা কাগজ রাখলো তারপর সেই কাগজের উপর একটা ডিম রাখার পর দেখা গেলো একটু সাইড থেকে তাকালেই সেই ডিমটার প্রতিবিম্ব দেখা যাচ্ছে। কিন্তু কথা হলো ডিমটার নিচে তো কাগজ ছিলো তারপরেও কিভাবে একটু সাইড থেকে তাকালেই ডিমের প্রতিবিম্ব দেখা যাচ্ছে?
আসলে কোনো দর্পনে পূর্ণদৈর্ঘ্য প্রতিবিম্ব সৃষ্টির জন্য পূর্ণদৈর্ঘ্য দর্পনের প্রয়োজনীয়তা বাধ্যতামূলক নয়।
একটা ব্যাপার হয়তো খেয়াল করে দেখেছেন যে, ইউটিউবে দেখানো ভিডিওতে কিন্তু সম্পূর্ণ আয়নাটিকে কাগজ দ্বারা আবৃত করা হয়নি বরং সম্পূর্ণ আয়নার একটা নির্দিষ্ট অংশ কেবল কাগজ দ্বারা আবৃত হয়েছে।
এখন আমরা জানি, কোনো বস্তু থেকে আলো প্রতিফলিত হয়ে আমাদের চোখে এসে পড়লেই আমরা সে বস্তুটিকে দেখতে পাই। এক্ষেত্রে, ঘরে যেহুতু লাইট জ্বালানো রয়েছে সেই আলো নিশ্চই ডিমের মধ্যে আপতিত হচ্ছে। এবার ডিম থেকে সে আলো প্রতিফলিত হয়ে সরাসরি আমাদের চোখে এসে আপতিত হওয়ার কারণেই আমরা সরাসরি ডিমটিকে দেখতে পাচ্ছি।
কিন্তু আমরা আয়নায় যে ডিমের প্রতিবিম্বটি দেখতে পাচ্ছি সেটা কিভাবে সৃষ্টি হলো?
এক্ষেত্রে সর্বপ্রথম বাহ্যিক উৎস হতে ডিমে আলো আপতিত হয়। অতপর ডিমের উপর আপতিত সেই আলো রিফ্লেক্ট (প্রতিফলিত) হয়ে আয়নার যেই অংশগুলো কাগজ দিয়ে ঢাকা পড়েনি সেই অংশগুলোতে আপতিত হয়। এবং সবশেষে আয়নায় আপতিত সেই আলো আবার প্রতিফলিত হয়ে আমাদের চোখে এসে পরে এবং আমরা আয়নাতে ডিমের অবাস্তব প্রতিবিম্ব দেখতে পাই।
এই পুরো ব্যপারটি আরো ভালো করে বুঝতে উপরের চিত্রটি খেয়াল করুন। উপরের চিত্রে আমরা দেখতে পাচ্ছি যে, সর্বপ্রথম ডিম হতে আসা a1 আলোক রশ্মি দর্পনের যে অংশ কাগজ দ্বারা আবৃত নয় সে অংশে (O বিন্দুতে) আপতিত হয়ে b1 রশ্মি হিসেবে প্রতিফলিত হচ্ছে এবং এই প্রতিফলিত রশ্মি আমাদের চোখে এসে পড়াতে আমরা দর্পনে ডিমের প্রতিবিম্ব দেখতে পাচ্ছি।
আরেকটা ব্যাপার হচ্ছে, আলোর প্রতিফলনের সূত্র অনুসারে, সমতল দর্পণে আপতন কোণ এবং প্রতিফলন কোণ পরস্পর সমান। এক্ষেত্রে a1 আলোক রশ্মি যত ডিগ্রী এঙ্গেলে O বিন্দুতে আপতিত হবে প্রতিফলিত b1 কোনের মানও ঠিক ততই হবে। এবং সেই নির্দিষ্ট কোণে আমাদের চোখ রাখলেই আমরা ডিমের প্রতিবিম্ব দেখতে পাবো। আমরা যদি আমাদের চোখ P বিন্দুতে রাখি তাহলে আমরা ডিমের কোনো প্রতিবিম্বই দেখতে পাবোনা।