Nishat Tasnim(Science bee Family)-
নীল আর্মস্ট্রং চাঁদে যাওয়ার সময় তার মনে হচ্ছিলো পথ যেন শেষ হচ্ছেনা। কিন্তু চাঁদ থেকে পৃথিবীতে ফিরে আসার সময় তার মনে হয় যেন দূরত্ব কমে গেছে। বাস্তবে কোথাও ভ্রমণে গেলে সেখান থেকে ফিরে আসার সময়ও আমাদের এমন অনুভূতি হয়েছে৷ বিজ্ঞানীরা একে নাম দিয়েছেন “Return Trip Effect”। এর সম্ভাব্য কিছু কারণঃ-
▪️প্রথম কারণ হচ্ছে বায়োলজিক্যাল ক্লক। অর্থাৎ, আমাদের শরীর কিভাবে সময়কে অনুভব ও পরিমাপ করবে। এটি ঠিক সময় গুনে গুনে পরমাপ নয়। বরং সংরক্ষিত স্মৃতির উপর ভিত্তি করেই আমাদের শরীর সময়ের পার্থক্য বুঝার চেষ্টা করে। অর্থাৎ, আমরা যখন কোথাও ভ্রমণে যাই তখন আমাদের জানা থাকেনা গন্তব্যে পৌঁছাতে কতটুকু সময় লাগবে। কিন্তু ফিরে আসার সময় পূর্বের ভ্রমন থেকে আমাদের অনুমান থাকে কতটুকু সময় লাগবে। দুই সময়ের তুলনা করতে গিয়ে আমাদের মনে হয় ফিরতি ভ্রমণে সময় কম লেগেছে। science bee
▪️দ্বিতীয় কারণ হচ্ছে কোথাও ভ্রমণে যাওয়ার সময় মানুষ একটি নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌছানোর পরিকল্পনা করে, বার বার সময় দেখে। কিন্তু ভ্রমণ থেকে ফিরে আসার সময় আমরা জানি কতক্ষন সময় লাগবে তাই তাড়া থাকেনা। আবার ভ্রমণে যাওয়ার সময় মানুষের মাঝে যে উত্তেজনা ও আনন্দ অনুভূতি দেখা যায়, ভ্রমণ থেকে ফিরে আসার সময় তাও থাকেনা। ভ্রমণে যাওয়ার সময় গন্তব্যে পৌছানোর অস্থিরতা থেকে মনে হয় যেন রাস্তা শেষই হচ্ছেনা আর ফিরে আসার সময় ঠিক তার বিপরীত ঘটে।
বিজ্ঞানীরা রিটার্ন ট্রিপ ইফেক্ট এর উপর একটি পরীক্ষা করে দেখার চেষ্টা করেন যে ভিডিও দেখার সময়ও এমন অনুভব হয় কিনা। পরীক্ষায় তারা একই মানুষের সাইকেল আরোহন করার দুটি ভিডিও ব্যবহার করেন। দুটো ভিডিও ৭ মিনিটের হওয়া সত্ত্বেও পর্যবেক্ষক এর মনে হয় যেন সাইকেল আরোহীর ঘরে ফিরে আসতে তুলনামূলক কম সময় লেগেছে। অর্থাৎ, ভিডিও দেখার ক্ষেত্রেও রিটার্ন ট্রিপ ইফেক্ট কার্যকর।
রিটার্ন ট্রিপ ইফেক্ট পরিচিত জায়গায় ভ্রমণ বা অপরিচিত জায়গার ভ্রমণ, উভয়ক্ষেত্রেই হতে পারে। আবার, এই অনুভূতি উল্টাও হতে পারে। অর্থাৎ, কোথাও ভ্রমণে যাওয়ার সময় রাস্তার দূরত্ব কম আর ফিরে আসার সময় রাস্তার দূরত্ব বেশি মনে হতে পারে। পুরোটাই নির্ভর করে পরিস্থিতির উপর।
© Nishat Tasnim (Science Bee)