Samsun Nahar Priya-
শীতকালে কম-বেশি সবারই ঠান্ডা লাগে। অনেকের ঠান্ডা লাগলে নাকের ভিতর চুলকায় বা জ্বালাতন একটা অনুভূতি হয়। এছাড়াও, ঠান্ডা কোনো পরিবেশে হাটলে নাকের ভিতর অনেক ঠান্ডা বাতাস ঢুকে যা নাকের ভিতরে বেশি বেশি মিউকাস উৎপাদন ও ক্ষরণকে উদ্দীপিত করে। ফলশ্রুতিতে নাকের ভিতর ঠান্ডা বাতাস লাগলে মনে হচ্ছে যে নাক জ্বলে!