কোনো ক্রিয়ার প্রতিক্রিয়া প্রদশর্নের জন্য মানবদেহে অনেকগুলো প্রক্রিয়া সম্পন্ন করে তন্নধ্যে রাগ, আবেগ, কান্না অন্যতম। এই প্রতিক্রিয়াগুলো বিভিন্ন প্রক্রিয়া যেমন: স্নায়ু, কেমিক্যাল, নিউরোট্রান্সমিটার ইত্যাদি দ্বারা সম্পন্ন হয়। যখন কেউ অতিরিক্ত ইমোশনাল বা রাগান্বিত হয় তখন দেহের রক্তনালীগুলো প্রসারিত হয় এবং রক্ত নির্দিষ্ট কিছু অঞ্চলে খুব দ্রুত গতিতে সঞ্চালিত হয়। এর ফলস্বরুপ মুখ, কান মাঝে মধ্যে লালচে দেখায়। এমনকি রাগান্বিত হলে দেহ এড্রেনালিন অ নর-এড্রেনালিন হরমোন ক্ষরণ করে ও পালস রেট বৃদ্ধি পায়। মূলত এই কারনগুলোর জন্য দেহের নির্দিষ্ট কিছু অংশ লালচে ও গরম হয়ে যায় এবং তন্মধ্যে কান ব্যাতিক্রম কিছু নয়।