মানুষ কোন কারণে রাগ করলে fight-or-flight রেসপন্স কাজ করে। রেগে গেলে মানুষ ফাইট মুডে থাকে এবং মস্তিষ্কে সংকেত পাঠায়। মানসিক অবস্থার উপর নির্ভর করে অ্যাড্রেনালিন, এন্ডোরফিন হরমোন নি:সরণ হয়। অ্যাড্রেনালিন এর মাত্রা বৃদ্ধির ফলে শারিরীক শক্তি ও ব্যথা সহ্য করার ক্ষমতা বৃদ্ধি পায়৷ ফলে রেগে গেলে আমরা দেহে বেশি শক্তি অনুভব করি।
ক্রেডিট : নিশাত তাসনিম