ঘামের দুর্গন্ধের জন্য দায়ী চামড়ায় থাকা যত ব্যাকটেরিয়া। তারা ঘামের সঙ্গে মিলিত হলেই বদ গন্ধের সৃষ্টি হয়।
যাঁর শরীরে এই ব্যাকটেরিয়ার বেশি, তাঁর ঘামে দুর্গন্ধও বেশি। তবে বয়ঃসন্ধিতে পৌঁছানোর পরে বিশেষ কিছু হরমোন যখন বগলের তলায় থাকা অ্যাপোক্রিন ঘর্মগ্রন্থিগুলিকে প্রভাবিত করে তাদের সক্রিয় করে তোলে, তখনও সমস্যা হয়। সেখান থেকে যে ঘাম বেরয় তারা গন্ধযুক্ত। দেখা গেছে, অ্যাপোক্রিন গ্রন্থি থেকে নিঃসৃত ঘামে থাকা প্রোটিন ও লিপিড চামড়ায় থাকা ব্যাকটেরিয়াদের খুব প্রিয়। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই গ্রন্থির সক্রিয়তা কমতে থাকে বলে তখন ঘামে অত গন্ধ থাকে না।
©Quora