অদ্রিতা রায়
এই বিরক্তিকর সমস্যাটি থেকে মুক্তির জন্য আপনাকে এর কারন খুঁজে বের করতে হবে। কারণ জানলে আপনি এর প্রতিকারের ব্যবস্থা নিতে পারবেন, যার জন্য অনবরত মাথা চুলকাতে হয়।
- অ্যালার্জি, খুশকির সংস্পর্শ, উকুন, একজিমা, স্কাল্প সোরোসিস, রোসাসিয়া, রিংওয়ার্ম, স্ক্যাবিস, লুপুস, ফোলিকিউলিটিস এবং ছত্রাকের সংক্রমণে এমন হয়। কাজেই মাথা চুলকানোর পেছনে বহু কারণ থাকতে পারে।
-
- ছত্রাকের আক্রমণ যখন মাথায় ঘটে, তখন তাকে বলে টিনিয়া ক্যাপিটিস বা মাথার দাদ। এ রোগটি বেশিরভাগ ক্ষেত্রে শিশুদের মাথায় হতে দেখা যায়। তবে খুব কম ক্ষেত্রেই সাবালকদের হয়। এ ক্ষেত্রে মাথার ত্বকের প্রদাহ, মরা চামড়া ওঠা, চুলকানি এবং মাথার চুলপড়া অব্যাহত থাকে।
- গরমের সময় মাথার তালুর আর্দ্রতা কমে যায়। এর ফলে মাথার ত্বক শুষ্ক ও খসখসে হয়ে যায়, যা চুলকানির অন্যতম কারণ। মাথার তালুর ত্বক গ্রন্থি সংকুচিত হয়ে যায় এবং আঁশযুক্ত হয়ে যায় শুষ্ক ত্বকের কারণে। এর ফলে চুলকানি সৃষ্টি হয়।
- ভিটামিন, খনিজ, অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডের অভাব থেকে খুব শুষ্ক মাথার ত্বকে খুব চুলকানি হতে পারে।
-
- শ্যাম্পুতে অ্যালার্জির কারণে মাথার ত্বকে খুব চুলকানি হতে পারে।
- রাসায়নিক সমৃদ্ধ পণ্য ব্যবহারের পর সঠিক ভাবে পরিষ্কার করা না হলে সেটা মাথার তালুতে জমে থাকে ও চুলকানির সৃষ্টি করতে পারে। জেল, হেয়ার ক্রিম ও স্প্রে ব্যপকভাবে ব্যবহার করলেও প্রতিক্রিয়া দেখা দিতে পারে। তাই চুলকানির সমস্যা থেকে মুক্ত থাকার জন্য রাসায়নিক পণ্য ব্যবহার বন্ধ করে দিতে হবে।
- মাথার ত্বকেও সোরিয়াসিস, ফাঙ্গাল ইনফেকশন বা বিশেষ কোনও কেমিক্যালের প্রভাবে অ্যালার্জি হতে পারে।ফলে স্ক্যাল্পে চুলকানি হতে পারে ।
- তেল চিটচিটে মাথার তালু শুধু শুষ্ক ত্বকের কারণেই মাথা চুলকায় এমনটা ভাবা ঠিক নয়। মাথায় অতিরিক্ত তেলের কারণেও চুলকানি হতে পারে। কারণ এতে ময়লা ও ধুলাবালি জমার সুযোগ সৃষ্টি হয় বেশি তাই চুলকানিও হয়। মাথার তালুর তেল চিটচিটে ভাব দূর করার জন্য হালকা শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন।
- ইনফেকশন যদি উপরোক্ত কোনটিই আপনার মাথার তালুর চুলকানির জন্য দায়ী না হয় তাহলে আপনি হয়তো মাথার তালুর ত্বকের ইনফেকশনের সমস্যায় ভুগছেন। এই অবস্থায় মাথা চুলকালে তা আরো খারাপ অবস্থার সৃষ্টি করে এবং ছড়িয়ে পরে। তাই একজন ট্রাইকোলজিস্ট বা হেয়ার স্পেশিয়ালিস্টের সাথে যোগাযোগ করে আপনার ইনফেকশনের কারণ একজিমা, সরিয়াসিস বা ডারমাটাইটিস কিনা জেনে নিয়ে চিকিৎসা গ্রহণ করুন।
- উদ্বেগ দুশ্চিন্তা ও মানসিক চাপের ফলে ইমিউন সিস্টেম দুর্বল হয়ে পড়ে। মানসিক চাপ ত্বকের সংবেদনশীলতা বৃদ্ধি করে। ফলে মাথার তালু ব্যাকটেরিয়া, ভাইরাস, অণুজীব এমনকি রাসায়নিকের প্রভাবে অধিক প্রভাবিত হয়। এ কারণে মাথার তালুর ত্বক বেশি দুর্বল হয়ে পড়ে এবং চুলকানি সৃষ্টি হয়।
Source : femina+maya+quora+bangla.jagoroniya+hairtalkies+plusstore339.blogspot+prothomalo+ntvbd+dainikamadershomoy+kalerkantho