পাথরকুচি (Kalanchoe pinnata) গাছ কে ইংরেজি তে Miracles Leaf বলা হয়। কারণ এর অলৌকিক ক্ষমতা আছে পাতা থেকে গাছ জন্মানোর।
পাতার কিনারে খাঁজ গুলোতে একধরনের অংশ থাকে, যেখান থেকে adventitious root বের হতে পারে। যখন পাতাটি মাটিতে পড়ে, এবং উপযুক্ত পরিবেশ পায়, তখন সেখান থেকে ছোট ছোট মূল এবং পাতা বের হয়, যেগুলোকে plantlet বলা হয়। কিছুদিন এর মধ্যেই সেগুলো পূর্ণাঙ্গ চারায় পরিণত হয়।