উদ্ভিতের জীবনকালে তার মধ্যে বিভিন্ন ধরনের কোষের সৃষ্টি হয় যা তাকে বিভিন্নভাবে প্রভাবিত করে। বিভিন্ন আল্গাল সেল (Biological Pigment) গাছের পাতার রঙের জন্য দায়ি। (ব্যাপার টা বেশ বড়, আপনি বিস্তারিত জানতে এইচ এস সি বায়োলজি বই , শুধু বেসিক জানতে ক্লাস সিক্সের বিজ্ঞান বইটা দেখতে পারেন)
- সবুজ হয় ক্লোরোফিল (Chlorophyll) এর জন্য।
- লাল,কমলা,হলুদ হয় কারোটেনোয়েড (Carotenoids) এর জন্য।
- নিল,বেগুনি,লালচে হয় অ্যানথোসাইনিন (Anthocyanins) এর জন্য।
- হলদে,লালচে (লাল হলুদের অনেক শেড আছে )হয় বিটালাইন্স (Betalains)এর জন্য।