Bio এবং Degradable এই দুটি শব্দ মিলে Biodegradable শব্দের উৎপত্তি। এর অর্থ হলো জীব ভাঙন যোগ্য।
অর্থাৎ কোনো পদার্থ যদি পরিবেশ এর প্রভাবে নষ্ট হয়ে যেতে পারে, তাহলে তাকে biodegradable পদার্থ বলা হবে।
পলিথিন মাটির নিচে যুগ যুগ থাকলেও নষ্ট হয় না, কাজেই এটি biodegradable নয়।