প্রকৃতিতে অধিকাংশ মৌলের পরমাণু ই মুক্ত অবস্থায় পাওয়া যায় না। এর একমাত্র কারণ হলো, পরমাণু গুলো সক্রিয়, তার মানে তারা অন্য মৌলের সাথে যুক্ত চায়।
প্রতিটা মৌলের শেষ কক্ষপথের ইলেকট্রন বিন্যাস দেখলে দেখা যাবে, কেউ নিষ্ক্রিয় গ্যাসের থেকে কিছু বেশি ইলেকট্রন ধারণ করে, আবার কেউ কিছু কম। কিন্তু সবাই চায় অষ্টক পূরণ করতে বা নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করতে।
এ কারণেই তারা অন্য মৌলের পরমাণু গুলোর সাথে যুক্ত হয়ে অনু গঠন করে। অনু গঠনের পর তাদের অষ্টক পূরণ হয়ে যায়।
তাই প্রকৃতে অনু পাওয়া গেলেও পরমাণু মুক্ত অবস্থায় পাওয়া যায় না।