একা থাকলে সাধারণত আমরা কল্পনা করে থাকি বা পুরনো কিছু জিনিস মনে আসে আমাদের বেশি।তখন কোনো হাস্যকর কিছু মনে আসলে আমাদের খুব হাসি পায়।নিজেকে আটকাতে গেলে না আটকিয়ে আরও বেশি হাসি আসতে থাকে।বেশি কল্পনাপ্রবণ হলে এবং কিছু ফানি কল্পনা বা চিন্তা করলে এই হাসাটা স্বাভাবিক।
তবে এইটা অনেক ক্ষেত্রে হতাশা থেকেও হয়।তখন আপনার কাছে আশেপাশের কিছুরই গুরুত্ব বুঝেন না।আপনি আপনার মত থাকতে চান।তখন নিজেকে খুশি রাখার জন্যও হাসতে পারেন।অনেক সময় মন খারাপ থেকেও এমনটা হয়।খুব বেশি মন খারাপ ব কষ্ট পেলে পাগলামি এমনটা হয়ে থাকে।আবার অনেক সময় নিজের উপর কন্ট্রোল থাকে না।হাসতেই থাকতে পারেন কোনো কারণ ছাড়া।এমনটাও হয়।বা কোথাও একটা ফানি কিছু শুনে এসে আর হাসি আটকাতে পারেন না।কন্টিউনিউয়াসলি হাসতে থাকেন,একা থাকাকালীন সময়ও।
আর অকারণে হাসাটা মেন্টাল সমস্যার মাঝেও পড়ে।
আমার সাথে উপরের সবগুলো কারণেই হাসি আসে যখন একা থাকি।