সৈয়দ হাসবি -
যদি বলেন এলকোহল কি সত্য বলার সিরাপের মত কাজ করে মানে খাওয়ালেই অনর্গল সত্য বলতে থাকবে? তাহলে এককথায় উত্তর হবে না।
কিন্তু এটা হ্যা ও হতে পারে। এলকোহলের প্রভাব সবার শরীরে এক হয় না, কারণ যে প্রক্রিয়ায় এলকোহল পেট থেকে রক্তের মাধ্যমে সমস্ত শরীর ও ব্রেনে পৌছায় তার মাঝে ইথানল অনেকবার প্রক্রিয়াজাত হয় এতে শেষে সবার উপর এর প্রভাব এক হয় না।তবে সাধারণত যা হয়, এলকোহল ব্রেনের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম এবং মোটর সিস্টেমে প্রভাব ফেলে। এতে নিউরণ চলাচলও ধীর হয়ে যায়, যার কারণে চিন্তাভাবনার শক্তিও লোপ পায়।এবং মানুষ তার উপর অনেকটা কন্ট্রোল হারিয়ে ফেলে,এবং দ্রুত কথার উত্তর দিয়ে দেয় বেশি কিছু না ভেবেই, মিথ্যা বলতে গেলে ভাবতে হয়, যেহেতু তখন ভাবার মত কন্ডিশন অনেকের থাকে না তাই অনেক ক্ষেত্রে সত্যিটা বলে দেয়। তাছাড়া এলকোহলের প্রভাবে ডোপামিন হরমোন বেড়ে যায়,এই হরমোনের প্রভাবে মানুষ আনন্দিত হয়,এবং এই হরমোন মানুষকে ইমোশনাল হয়ে যেতেও প্রভাব ফেলে।সাধারণত মানুষ আনন্দিত অনুভব করলে বা ইমোশনাল হয়ে গেলে নিজের ব্যাক্তিগত কথা অন্যের সাথে শেয়ার করে ফেলে। তাই অনেকেই ড্রাংক হয়ে নিজের গোপন কথা বলে দেয়।