মেয়েদের মুখে অতিরিক্ত লোম উঠার এই বিষয়টি "হারসূটিজম" (Hirsutism) নামে পরিচিত। এটি এমন এক অবস্থা যেক্ষেত্রে মেয়েদের মুখে পুরুষদের মত লোম/দাড়ি উঠে এবং সেই স্থান কালো দেখায়। অতিরিক্ত এই লোম গজানোর অন্যতম কারন হলো পুরুষ হরমোন টেস্টোস্টেরন ও অ্যান্ড্রোজেন। যেসব মেয়েদের দেহে উক্ত হরমোনগুলোর উপস্থিতি বেশি তাদের ক্ষেত্রে এমন দেখা যায়। হারসূটিজম এর প্রভাবে বিভিন্ন সমস্যা দেখা যায় যেমনঃ পলিসিস্টিক ওভারি সিন্ড্রোম, কুশিং সিন্ড্রোম, কনজেনিটাল এড্রেনাল হাইপারপ্লেসিয়া, টিউমার সহ আরও অনেক রোগ। হারসূটিজম এর প্রভাব বংশগত ভাবেও হয়ে থাকে। এছাড়া যাদের মেদ বেশি তাদের দেহে বেশি বেশি অ্যান্ড্রোজেন উৎপাদন হয় তাই তাদের মুখেও বেশি < লোম দেখা যাতে পারে।