দুই ধরনের হরমোনাল ক্রিয়ার জন্য মানুষ সুইসাইডের মতো খারাপ কাজ বেছে নেই
১। এড্রেনালিন হরমোন
২। করটিসল হরমোন
সুইসাইডের কারণ,,,, মানুষের রাগ, উদ্বিগ্নতা, অভিমান, বাস্তব জীবনে বহু কারণে মানুষ সুইসাইডের মতো খারাপ কাজ বেছে নেই
যখন কেউ কোনো কারণে আঘাত পায়! উদাহরণ স্বরূপ আমরা প্রেমের বিষয়টি নিয়ে আলোচনা করি -- কেউ যখন প্রেমে ব্যর্থ হয়। তখন তার মস্তিষ্ক থেকে করটিসল ক্ষরণ হয়। আমাদের শরীরে কোথাও কেটে গেলে আমরা যতটা ব্যাথা অনুভব করি তার দ্বিগুণ ব্যাথা অনুভব হয় আমাদের মনে (এখানে মন বলতে আবার হৃৎপিণ্ড কে বুঝিয়েন না প্লিজ,,, মন মানে আমাদের মস্তিষ্কের অনুভূতির কেন্দ্র) তখন যদি আমরা একাকি থাকি তবে করটিসল এবং এড্রেনালিন হরমোনের ক্ষরণের মাত্রা বেড়ে যায়। পরিক্ষা করতে চাইলে আপনি যখন মনে খুব আঘাত পাবেন তখন আপনার শরীর থেকে সিরিঞ্জ দিয়ে কিছু রক্ত নিবেন প্যাথলজিতে গিয়ে এড্রেনালিন এবং করটিসল হরমোন পরিক্ষা করাবেন স্বাভাবিকের চেয়ে বেশি মাত্রা পাবেন এখানে। তবে এটা নিয়ে ভীতিগ্রস্ত হওয়ার কারণ নেই। এটা তখনই হয় যখন কেউ বেশি দুঃখ পায়।
যাইহোক, কেউ মনে আঘাত পেলে তার মস্তিষ্ক থেকে এড্রেনালিন ও করটিসল হরমোন ক্ষরণ হয় এবং সে আত্মহত্যার চেষ্টা করে।
তাহলে বলতে পারেন সব দোষ হরমোনের আমার কোনো দোষ নেই। সকল মানুষের একটা নিজস্ব চিন্তাধারা থাকে যেটা সবারই আলাদা। যেটি কোনো হরমোন দ্বারা নিয়ন্ত্রিত নয়। আপনি যখনই চিন্তা করবেন আপনি কষ্ট পাচ্ছেন তখনই কেবল হরমোন ক্ষরণ হবে। কিন্তু যদি এমন হয় আপনি কষ্ট পেলেন কিন্তু চিন্তা করলেন যে আমি কেন কষ্ট পাবো,,, একাকি না থাকে পরিবার বন্ধুবান্ধবদের সঙ্গে সময় কাটাবেন তখন আপনার মস্তিষ্ক থেকে এই জাতীয় হরমোন মাত্রারিক্ত ক্ষরণ হবে না।
আত্মহত্যা থেকে বাচার উপায়ঃ
১। আপনার ধর্মগ্রন্থ পড়ুন,,, সে অনুযায়ী কাজ করুন
২। কোনো ব্যার্থতা আসলে পরিবারের সঙ্গে বন্ধুবান্ধবদের সঙ্গে সময় কাটাবেন
৩। সবসময় এটা চিন্তা করবেন এই পৃথিবী বিশাল,,, আপনার চেয়ে যারা খারাপ অবস্থায় আছে তারা কিভাবে পৃথিবীকে মানিয়ে নিচ্ছে। কত মানুষ এমন আছে যারা আপনার অবস্থানে আসার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করছে।
একটা মজার তথ্য দিয়ে যাইঃ
নতুন প্রেমে পড়লে ক্ষরণ হয় ---ডোপামিন হরমোন
প্রেম চলাকালীন সময়ে ক্ষরণ হয় -- টেস্টোস্টেরন মেয়েদের প্রজেস্টোরন হরমোন
প্রেমে ব্যর্থতা আসলে ক্ষরণ হয় --- করটিসল হরমোন
সুন্দরী মেয়ে বা মেয়েদের ক্ষেত্রে ছেলেদের দেখলে বুক ধপাস ধপাস করে ---- এড্রেনালিন হরমোনের কারনে